অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিফাইনালে ভারত

news-banner

অস্ট্রেলিয়াকে ২৪ রানে হারিয়ে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ ওয়ান থেকে প্রথম দল হিসেবে সেমিফাইনালে উঠেছে ভারত। তবে অস্ট্রেলিয়ার আশা এখনও শেষ হয়ে যায়নি। বাংলাদেশ আফগানিস্তানকে হারাতে পারলে শেষ চারে যাবে অজিরা। কিন্তু আফগানরা জিতলে তারাই সেমিতে যাবে। বাংলাদেশেরও ক্ষীণ সম্ভাবনা রয়েছে। আফগানদের বিপক্ষে ১৬০ রান করে যদি ৬২ রানের ব্যবধানে জিতে, তবে টাইগাররা সেমিতে যাবে।

সেন্ট লুসিয়ার ড্যানের স্যামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে খেলতে নামে দুদল। যেখানে প্রথমে ব্যাট করা ভারত রোহিত শর্মার ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ২০৫ রানের বিশাল সংগ্রহ পায়। জবাবে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৮১ রানে থামে অস্ট্রেলিয়া।

২০৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথমেই ডেভিড ওয়ার্নারকে হারায় অস্ট্রেলিয়া। এই বাঁহাতিকে ৬  রানে আর্শদীপ সিং ফেরান। এরপর ট্রাভিস হেড ও মিচেল মার্শ ৪৮ বলে ৮১ রানের জুটি গড়ে ভালো কিছুর সম্ভাবনা জাগান। তবে মার্শ কুলদীপ যাদবের বলে তুলে মারতে গেলে বাউন্ডারিতে অসাধারণ ক্যাচ নেন আক্সার প্যাটেল। মার্শ ২৮ বলে ৩৭ রান করেন।

মাঝে গ্লেন ম্যাক্সওয়েল ২০ রান করে যাদবে শিকার হন। আর ৪৩ বলে ব্যক্তিগত সর্বোচ্চ ৭৬ রান করা হেড জসপ্রিত বুমরাহর শিকার হন। এই ব্যাটার ৯টি চার ও ৪টি ছক্কায় হাঁকান। তবে শেষ দিকে আর কেউই সেভাবে ব্যাট করতে না পারায় হারতে হয় অস্ট্রেলিয়াকে।

ভারতের হয়ে আর্শদীপ সর্বোচ্চ ৩টি উইকেট পান। দুটি উইকেট দখল করেন কুলদীপ।

টস হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি ভারত। দলীয় ৬ ও ব্যক্তিগত শূন্য রানে থাকা বিরাট কোহলিকে বিদায় করেন জশ হ্যাজলউড। তবে এরপর ঋশভ পন্থকে নিয়ে ৩৮ বলে ৮৭ রানের জুটি গড়েন রোহিত। অবশ্য এই জুটিতে রোহিত একাই করেছেন ৭০ রান।

মার্কাস স্টোইনিসের বলে পন্থু ১৫ রান করে আউট হন। তবে চারে নামা সূযকুমার যাদব ১৬ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ৩১ রানের ঝড়ো ইনিংস খেলে মিচেল স্টার্কের শিকার হন। মাঝে রোহিত সেঞ্চুরি বঞ্চিত হলেও খেলেন এক টর্নেডো ইনিংস। স্টার্কের বলে বোল্ড হওয়ার আগে ৪১ বলে ৭টি চার ও ৮টি ছক্কায় ৯২ রান করেন। এছাড়া শিবম দুবে ২২ বলে ২৮ ও হার্দিক পান্ডিয়া ১৭ বলে ২৭ রান করে অপরাজিত থাকেন।

অজি বোলারদের মধ্যে স্টার্ক ও স্টোইনিস ২টি করে উইকেট দখল করেন।