বাংলাদেশ দলকে শুভকামনা জানালেন মাশরাফি

news-banner

যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে দেশ বাংলাদেশ ছেড়েছে জাতীয় ক্রিকেট দল। গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের উদ্দেশে উড়াল দিয়েছেন নাজমুল হোসেন শান্ত ও সাকিব আল হাসানরা। এই স্কোয়াডে ট্রাভেলিং রিজার্ভ, টিম ম্যানেজমেন্ট ও কোচিং স্টাফরাও ছিলেন।

তাসকিন–সৌম্য ও লিটন দাসরা দেশ ছাড়ার আগে গতকাল রাত বাড়তেই বিমানবন্দরে পরিবারকে নিয়ে হাজির হন। এ সময় টাইগার সমর্থকদের ভিড়ের মুখে পড়তে হয়েছে ক্রিকেটারদের। ভক্তরা বিশ্বকাপে ভালো পারফর্ম করার আশায় শুভকামনা জানিয়েছেন।

টাইগারদের শুভকামনা জানিয়েছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও। নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি লিখেছেন, ‘সাহস সবসময় গর্জন করে না,শুধু দিন শেষে শান্ত কন্ঠস্বরে বলে, আগামীকাল চেস্টা করব। “Go and kill it champs” সব সময় শুভকামনা আমার প্রাণের দেশ, প্রাণের দলের প্রতি, বাংলাদেশ।’

বিশ্বকাপের আগে বাংলাদেশ দল স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের একটি প্রস্তুতিমূলক টি–টোয়েন্টি সিরিজ খেলবে। হিউস্টনে বাংলাদেশের ম্যাচগুলো ২১, ২৩ ও ২৫ মে। সব কটি ম্যাচই বাংলাদেশ সময় রাত ৯টায়।

আগামী ৮ জুন শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে ডালাসে শুরু বাংলাদেশের বিশ্বকাপ অভিযান। ১০ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ নিউইয়র্কে। এরপর সেন্ট ভিনসেন্টে লড়াই নেদারল্যান্ডস ও নেপালের সঙ্গে।

বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী, তানভীর ইসলাম, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম সাকিব।

রিজার্ভ: হাসান মাহমুদ, আফিফ হোসেন।