কিংবদন্তি বক্সিং তারকা জর্জ ফোরম্যান মারা গেছেন

Media

কিংবদন্তি বক্সিং তারকা জর্জ ফোরম্যান আর নেই। সাবেক হেভিওয়েট চ্যাম্পিয়নের বয়স হয়েছিল ৭৬ বছর। তার পরিবার মৃত্যুর বিষয়টি শুক্রবার রাতে নিশ্চিত করেছে।

১৯৬০-এর দশক থেকে কয়েক দশক ধরে বক্সিং জগতে সক্রিয় ছিলেন  ‘বিগ জর্জ’ নামে পরিচিত ফোরম্যান। অলিম্পিকে স্বর্ণপদক জিতেছেন তিনি এবং একাধিক বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ বেল্ট তার ঝুলিতে যুক্ত করেছেন।

১৯৭৪ সালে মোহাম্মদ আলীর বিপক্ষে ‘রাম্বল ইন দ্য জঙ্গল’ নামের ঐতিহাসিক লড়াইয়ে তিনি তার প্রথম বিশ্ব টাইটেল হারান। এই তারকা পেশাদার বক্সিং ক্যারিয়ারে ৬৮টি নকআউট জয় রয়েছে, যা আলীর নকআউট জয়ের প্রায় দ্বিগুণ। তার ক্যারিয়ারে মাত্র পাঁচটি লড়াইয়ে তিনি পরাজিত হয়েছেন।

এর আগে ১৯৭৩ সালে ফোরম্যান প্রথমবারের মতো বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন। এরপর ১৯৯৪ সালে, ৪৫ বছর বয়সে, তিনি আবারও এই শিরোপা জয় করেন। ১৯৯৭ সালে তিনি বক্সিং থেকে অবসর নেন।

জর্জ ফোরম্যানের মৃত্যুতে বিশ্বজুড়ে তার অনুরাগী ও সমর্থকরা শোক প্রকাশ করেছেন। তার অবদান ও সাফল্য বক্সিং ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

ফোরম্যানের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে তার পরিবারের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়, ‘গভীর দুঃখের সঙ্গে আমরা জর্জ ফোরম্যান সিনিয়রের মৃত্যুর সংবাদ জানাচ্ছি। পরিবারকে পাশে রেখেই ২১ মার্চ তিনি শান্তির সঙ্গে মারা গেছেন।’

ফোরম্যান বেশি আলোচিত ‘রাম্বল ইন দ্য জাঙ্গল’ ম্যাচটির জন্য। এ লড়াইয়ের ওপর ভিত্তি করে নির্মিত তথ্যচিত্র ‘হোয়েন উই ওয়ার কিংস’ ১৯৯৬ সালে অস্কারে সেরা তথ্যচিত্রের পুরস্কার জিতেছে।

টেক্সাসে ১৯৪৯ সালে জন্ম নেওয়া ফোরম্যান বেড়ে উঠেছেন হিউস্টনে। বক্সিংয়ে হেভিওয়েট বিশ্ব চ্যাম্পিয়নশিপ জেতার পর ফোরম্যান জানতে পেরেছিলেন, যাঁর কাছে বড় হয়েছেন, সেই জে ডি ফোরম্যান তাঁর জন্মদাতা পিতা নন। তত দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধে লড়াই করা তাঁর আসল বাবার সঙ্গে যোগাযোগ স্থাপিত হয়।

২৫ বছর বয়সী ফোরম্যান মোহাম্মদ আলীর সঙ্গে হেরে যাওয়ার পর আরও পাঁচটি লড়াইয়ে অংশ নেন। এর মধ্যে ছিল জো ফ্রেজিয়ারকে পঞ্চম রাউন্ডে টেকনিক্যাল নকআউট ও রন লাইলকে পঞ্চম রাউন্ডে নকআউট করা স্মরণীয় জয়। কিন্তু মাত্র ২৮ বছর বয়সে সবাইকে অবাক করে হঠাৎ অবসর ঘোষণা করেন ফোরম্যান। নিজ শহরে টেক্সাসে ধর্মযাজক হিসেবে শুরু করেন নতুন জীবন।

ফোরম্যান আবার রিংয়ে ফেরেন ১০ বছর পর, যখন তার বয়স ৩৮। এ যাত্রায় তাঁর শুরুটা হয় অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে জয় দিয়ে। তবে ১৯৯১ সালে ইভান্ডার হলিফিল্ডের বিপক্ষে হেভিওয়েট শিরোপা লড়াইয়ে তিনি দুর্দান্ত পারফরম্যান্স করেন। সেই ম্যাচে হেরে গেলেও তাঁর প্রত্যাবর্তন তখন আলোচনায় আসে।

এরপর ১৯৯৪ সালে ৪৫ বছর বয়সে অবিশ্বাস্য ঘটনার জন্ম দেন ফোরম্যান। মাইকেল মুরারের বিপক্ষে লড়াইয়ে পয়েন্টে পিছিয়ে থাকলেও হঠাৎ একটি জোড়া ঘুষির আঘাতে মুরারকে নকআউট করে গড়েন ৪৫ বছর ২৯৯ দিনে সবচেয়ে বেশি বয়সে হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ জেতার রেকর্ড! এ রেকর্ড ২০ বছর টিকে ছিল।

ফোরম্যানের শেষ লড়াই ছিল ১৯৯৭ সালের নভেম্বরে। সেই লড়াইয়ে তিনি হেরে যান শ্যানন ব্রিগসের কাছে।