ইংল্যান্ডকে গুঁড়িয়ে ফাইনালে ভারত

news-banner

ব্যাটিং-বোলিং দুই বিভাগেই অসাধারণ পারফরম্যান্স দেখাল ভারত। আর তাতেই ইংল্যান্ডকে ৬৮ রানের বড় ব্যবধানে হারিয়ে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিল রোহিত শর্মার দল।

গায়ানায় প্রথমে ব্যাট করা ভারত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭১ রান করে। জবাবে ১৬.৪ ওভারে ১০৩ রানে গুটিয়ে যায় ইংলিশরা।

১৭২ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ভারতীয় বোলারদের তোপের মুখে পড়ে ইংল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ২৫ রান করেন হ্যারি ব্রুক। এছাড়া জস বাটলার ২৩ ও জোফরা আর্চার ২১ করলেও বাকিদের ব্যর্থতায় কোনো মতে একশ রান পার করে ইংল্যান্ড।

ভারতীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩টি করে উইকেট পান আক্সার প্যাটেল ও কুলদীপ যাদব। জসপ্রিত বুমরাহ ২টি উইকেট দখল করেন।

টস হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে রোহিতের ফিফটি ও সূযকুমার যাদবের ব্যাটে ভর করে লড়াকু সংগ্রহ পায় ভারত। আদিল রশিদের বলে বোল্ড হওয়ার আগে অধিনায়ক রোহিত ৩৯ বলে ৬টি চার ও ২টি ছক্কায় ৫৭ রান করেন। এছাড়া যাদব ৩৬ বলে ৪৭ রান করেন।

ইংলিশ বোলার ক্রিস জর্ডান ৩টি উইকেট দখল করেন।

আগামী ২৯ জুন বার্বাডোজে ফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ভারত।