যুক্তরাষ্ট্রের ৩ ভেন্যুতে বিশ্বকাপ

news-banner

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর অল্প কিছু দিন বাকি। আগামী ২ জুন টুর্নামেন্টটি মাঠে গড়াবে। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের যৌথ আয়োজনে এবারের আসরে প্রথমবারের মতো ২০টি দল অংশগ্রহণ করতে যাচ্ছে। এরইমধ্যে প্রায় ১৫টি দল তাদের স্কোয়াডও ঘোষণা করেছে।

এই বিশ্বকাপ দিয়েই প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটের বড় কোনো টুর্নামেন্ট আয়োজন করবে যুক্তরাষ্ট্র। দেশটির মোট তিনটি ভেন্যুতে হবে বিশ্বকাপের ম্যাচ। খেলা হবে ডালাসের গ্র্যান্ড প্রেইরি, ফ্লোরিডার ব্রোয়ার্ড কাউন্টি এবং নিউইয়র্কের নাসাউ কাউন্টিতে।

গত বছর আইসিসির একটি প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রের ভেন্যু পরিদর্শনে গিয়ে ওয়াশিংটনের জর্জ ম্যাসন বিশ্ববিদ্যালয়ের মাঠটিও পছন্দ করে এসেছিল। এই মাঠে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ হবে বলে জানিয়েছে আইসিসি।

আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস ভেন্যুর নাম ঘোষণা করে বলেছিলেন, ‘যুক্তরাষ্ট্রে তিনটি ভেন্যু ঘোষণা করতে পেরে আমরা আনন্দিত। কৌশলগতভাবে এটি গুরুত্বপূর্ণ বাজার এবং ভেন্যুগুলো বিশ্বের বৃহত্তম ক্রীড়া বাজারে একটি বার্তা দেওয়ার সুযোগ করে দেবে।’

নিউইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামটি যুক্তরাষ্ট্রের ভেন্যুর বিচারে সবচেয়ে বেশি ম্যাচ পেয়েছে। এখানে মোট ৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এই মাঠে এমনকি ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচটিও অনুষ্ঠিত হবে। আগামী ৯ জুন খেলাটি মাঠে গড়াবে।

এই ভেন্যুর দর্শক ধারণক্ষমতা ৩৪ হাজার হলেও ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের জন্য ২০০ গুণ বেশি আবেদন জমা পড়েছে বলে এর আগে জানিয়েছিল আইসিসি।

ফ্লোরিডার সেন্ট্রাল ব্রোয়ার্ড পার্ক যুক্তরাষ্ট্রের ভেন্যু হিসেবে সবচেয়ে বেশি দর্শক ক্ষমতার স্টেডিয়াম। এখানে একসঙ্গে ৪০ হাজার ভক্ত-সমর্থক একসঙ্গে বসে খেলা দেখতে পারবেন। এই মাঠে আসরের ৪টি খেলা অনুষ্ঠিত হবে।

ডালাসের গ্র্যান্ড প্রেইরিতে ১৫ হাজার দর্শক একসঙ্গে বসে খেলা দেখতে পারবেন। এই ভেন্যুতওে ৪টি খেলা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ টি–টোয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের ডালাস ও নিউইয়র্কে গ্রুপ পর্বের প্রথম দুটি ম্যাচ খেলবে। যেখানে ডালাসে শ্রীলংকার বিপক্ষে প্রথম ম্যাচ আগামী ৮ জুন, খেলা শুরু বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায়। ১০ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ম্যাচ শুরু রাত সাড়ে ৮টায়।

এর আগে হিউস্টনের প্রেইরি ভিউতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র ২১, ২৩ ও ২৫ মে বিশ্বকাপের আগে প্রস্তুতি হিসেবে তিনটি টি-টোয়েন্টি খেলবে।