হায়দরাবাদকে বিধ্বস্ত করে আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা

news-banner

সানরাইজার্স হায়দরাবাদকে উড়িয়ে আইপিএল চ্যাম্পিয়ন হলো কলকাতা নাইট রাইডার্স। একপেশে ফাইনালে ৮ উইকেটের বিশাল জয় পায় কেকেআর। তৃতীয় শিরোপা জিতে চেন্নাই ও মুম্বাইয়ের পর আইপিএলের সফল দল এখন কলকাতা। চেন্নাই ও মুম্বাই রেকর্ড ৫টি করে শিরোপা জিতেছে।

চেন্নাইয়ের এম চিদাম্বরাম স্টেডিয়ামে প্রথমে ব্যাট করা হায়দরাবাদ মাত্র ১১৩ রানে গুটিয়ে যায়। জবাবে ২ উইকেট হারিয়ে ও ৫৭ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় কলকাতা।

১১৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভেঙ্কাটেশ আইয়ারের ফিফটি (৫২) ও রহমানউল্লাহ গুরবাজের ৩৯ রানে ভর করে সহজ জয় পায় কলকাতা।

টস জিতে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে বিপদে পড়ে হায়দরাবাদ। স্টার্ক, রাসেল, রানাদের তোপে একশ রানের আগেই গুটিয়ে যেতে বসেছিল দলটি।  সর্বোচবচ ২৪ রান করেন অধিনায়ক প্যাট কামিন্স। এছাড়া ২০ রান করেন এইডেন মার্করাম।

৩ ওভারে ১৪ রানে ২টি উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন স্টার্ক। আন্দ্রে রাসেল ৩টি ও হারশিত রানা ২টি উইকেট পান।