সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক নেপালকে ৪-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে লাল-সবুজ জার্সিধারীরা। এর আগে এই টুর্নামেন্টের ফাইনাল খেললেও ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা জিতল বাংলাদেশ।
ম্যাচের শুরুর দিকে দারুণ ছন্দে খেলতে থাকে কোচ মারুফুল হকের শিষ্যরা। ম্যাচের ২০তম মিনিটের দিকে গোলের সুযোগ পায় নেপাল।
প্রথমার্ধের অতিরিক্ত সময়ে গোলের দেখা পায় বাংলাদেশ। মিরাজুলের গোলে ১-০ তে এড়িয়ে যায়। দ্বিতীয়ার্ধে মিরাজুল ও রাহুলের গোলে জোড়া গোলে ৩-০ গোলে লিড নেয় বাংলাদেশ। তবে ৮০ মিনিটে পাল্টা আক্রমণে নেপাল এক গোল দিতে সক্ষম হয়। শেষদিকের অতিরিক্ত সমযে পিয়াশ আহমেদ নোভা গোলে ৪-১ গোলে চ্যাম্পিয়ন হয়ে মাঠ ছাড়ে লাল-সবুজ জার্সিধারীরা।