যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের আয়োজনে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েক দিন বাকি। মারাকাটারি এই টুর্নামেন্ট ঘিরে ধারাভাষ্য প্যানেলের নাম ঘোষণা করেছে আইসিসি। যেখানে বাংলাদেশ থেকে সাবেক ক্রিকেটার আতহার আলী খান সুযোগ পেয়েছেন।
আসরের ধারাভাষ্য প্যানেলে রবি শাস্ত্রী, নাসের হুসেন, ইয়ান স্মিথ, মেল জোন্স, হার্শা ভোগলে ও ইয়ান বিশপ মতো বড় তারকারা মাতাবেন। অভিজ্ঞ এসব ধারাভাষ্যকারদের সঙ্গে যোগ দেবেন দিনেশ কার্তিক, ইবনি রেনফোর্ড-ব্রেন্ট, স্যামুয়েল বদ্রি, কার্লোস ব্র্যাথওয়েট, স্টিভেন স্মিথ, অ্যারন ফিঞ্চ ও লিসা স্টালেকারদের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের সাবেক চ্যাম্পিয়নরা।
ওয়ানডে বিশ্বকাপজয়ী রিকি পন্টিং, সুনীল গাভাস্কার, ম্যাথিউ হেইডেন, রমিজ রাজা, এউইন মরগ্যান, টম মুডি এবং ওয়াসিম আকরামরা টুর্নামেন্টে তাদের বিশেষ বিশ্লেষণ তুলে ধরবেন।
এছাড়া বিশ্বকাপ অভিষেক ঘটতে যাচ্ছে আমেরিকান ধারাভাষ্যকার জেমস ও'ব্রায়েনের (জমবয় নামেই বেশি পরিচিত তিনি)। আমেরিকান দর্শকদের কাছে যা একটি বিশেষ আকর্ষণ।
এদিকে তারকা খচিত ধারাভাষ্য প্যানেলে আরও আছেন ডেল স্টেইন, গ্রায়েম স্মিথ, মাইকেল আথারটন, ওয়াকার ইউনিস, সাইমন ডুল, শন পোলক এবং কেটি মার্টিন। থাকছেন ক্রিকেট সম্প্রচারে স্বনামধন্য কণ্ঠস্বর এমপুমেলেলো এমবাংওয়া, নাটালি জার্মানোস, ড্যানি মরিসন, অ্যালিসন মিচেল, অ্যালান উইলকিন্স, ব্রায়ান মুরগাট্রয়েড, মাইক হেইসম্যান, ইয়ান ওয়ার্ড, রাসেল আর্নল্ড, নিল ও'ব্রায়েন ও ক্যাস নাইডু।
আগামী ১ জুন থেকে বিশ্বকাপ শুরু হবে। ২৯ জুন আসরের পর্দা নামবে।