তাসকিনের রেকর্ডের ম্যাচে ঢাকাকে হারাল রাজশাহী

Media

মালয়েশিয়ার সিয়াজরুল ইদরুসের দখলে রয়েছে বিশ্ব রেকর্ড। এই পেসার ২০২৩ সালে চীনের বিপক্ষে ৮ রানে ৭ উইকেট পেয়েছিলেন। ইদরুস ভাঙেন নেদারল্যান্ডসের কলিন অ্যাকারম্যানের রেকর্ড। ২০১৯ সালে ইংল্যান্ড ভাইটালিটি ব্ল্যাস্ট টি-টোয়েন্টিতে লেস্টারশায়ারের জয়ে বার্মিংহাম বিয়ার্সের বিপক্ষে ১৮ রানে ৭ উইকেট নিয়েছিলেন ডাচ অফ স্পিনার।

তবে বিশ্বরেকর্ড না হলেও অনেক কিছুর মাইলফলক ছুঁয়েছেন তাসকিন। বিপিএলের সেরা ও স্বীকৃতি টি–টোয়েন্টির তৃতীয় সেরা বোলিংয়ের পথে বাংলাদেশের বোলারদের রেকর্ডে সাকিব আল হাসানকে (৬/৬) পেছনে ফেলেছেন তিনি। সাকিব সিপিএলে ২০১৩ সালে বার্বাডোজের হয়ে গড়েছিলেন সেই রেকর্ড।
বিপিএলে সেরা বোলিংয়ে রেকর্ডে মোহাম্মদ আমিরকে পেছনে ফেলেছেন তাসকিন। ২০২০ সালে মিরপুরেই রাজশাহী রয়্যালসের বিপক্ষে ১৭ রানে ৬ উইকেট নিয়েছিলেন খুলনা টাইগার্সে খেলা পাকিস্তানি ফাস্ট বোলার।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ তাসকিনের দারুণ বল করলেও অন্যদের বেহিসেবি বোলিংয়ে টস জিতে প্রথমে ব্যাট করা ঢাকা ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭৪ রান করে। জবাবে অধিনায়ক আনামুল হক বিজয়ের ৭৩ ও রায়ান বার্লের ৫৫ রানে ৩ উইকেট হারিয়ে ও ১১ বল বাকি থাকতে ৭ উইকেটের জয় পায় দুর্বার রাজশাহী।