টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুটা দাপটের সঙ্গেই করল ভারত। আয়ারল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটের বড় জয় তুলে নিয়েছে দলটি। ফিফটির পাশাপাশি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।
নিউইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয় দুদল। যেখানে প্রথমে ব্যাট করা আইরিশদের মাত্র ৯৬ রানে গুটিয়ে দেয় ভারত। জবাবে ২ উইকেট হারিয়ে ও ৪৬ বল বাকি থাকিতে জয়ের বন্দরে পৌঁছে যায় টিম ইন্ডিয়া।
৯৭ রানের লক্ষ্যে খেলতে নেমে অবশ্য শুরুতেই বিরাট কোহলিকে হারায় ভারত। মার্ক অ্যাডাইরের বলে ব্যক্তিগত ১ রানে মাঠ ছাড়েন কোহলি। তবে আক্রমণাত্মক ছিলেন রোহিত। কিন্তু ৩৭ বলে ৪টি চার ও ৩টি ছক্কায় ৫২ করার পর চোট নিয়ে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন দলনেতা। ঋশভ পন্থ ২৬ বলে ৩৬ রানে অপরাজিত থেকে জয় নিশ্চিত করেন।
টস হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের দাপটে বিপদে পড়ে আয়ারল্যান্ড ব্যাটাররা। দলের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেন গ্যারেথ ডেলানি। আর কেউ সেভাবে বলার মতো স্কোর করতে পারেননি।
হার্দিক পান্ডিয়া ৩টি উইকেট পান। তবে ৩ ওভারে মাত্র ৬ রান দিয়ে ম্যাচ সেরা হয়েছেন জসপ্রিত বুমরাহ। আর্শদীপ সিংও ২টি উইকেট পান।