নরকিয়ার বিধ্বংসী বোলিংয়ের পর লঙ্কানদের হারাল দ. আফ্রিকা

news-banner

আনরিখ নরকিয়ার বিধ্বংসী বোলিংয়ে মাত্র ৭৭ রানেই গুটিয়ে গেছে শ্রীলঙ্কা। এরপর ব্যাটিংয়ে নেমে ভুগলেও ৬ উইকেটের জয় তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা।

আজ সোমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের চতুর্থ ম্যাচে গ্রুপ ‘ডি’তে মুখোমুখি হয় শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা। নিউইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নামা লঙ্কানরা মাত্র ৭৭ রানে গুটিয়ে যায়। জবাবে ৪ উইকেট হারিয়ে ও ২২ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় প্রোটিয়ারা।

৭৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দ. আফ্রিকাও নিয়মিত বিরতিতে উইকেট হারায়। লক্ষ্য কম থাকায় দলের ব্যাটাররা বেশ ধীরেই ব্যাট চালান। সর্বোচ্চ ২৭ বলে ২০ রান করেন ওপেনার কুইন্টন ডি কক। শেষ দিকে ২২ বলে ১৯ রান করে অপরাজিত থেকে জয় নিশ্চিত করেন হেনরিখ ক্লাসেন।

লঙ্কান বোলার হাসারাঙ্গা ২টি উইকেট লাভ করেন।

টস হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে প্রোটিয়া বোলারদের তোপের মুখে পড়ে লঙ্কানরা। বিশেষ করে নরকিয়ার আগুনে বোলিংয়ে ছাড়খার হয়ে যায় দলের ব্যাটাররা। সর্বোচ্চ ১৯ রান করেন কুশল মেন্ডিস। আর কেউ বলার মতো স্কোর করতে পারেননি।

পেসার নরকিয়া ৪ ওভারে মাত্র ৭ রানে ৪টি উইকেট পান। এছাড়া ২টি করে উইকেট লাভ করেন কাগিসো রাবাডা ও কেশভ মাহারাজ।