১৫ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টাইগারদের জয়

Media

ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্টে দীর্ঘ ১৫ বছরের অপেক্ষা ফুরাল। টাইগাররা জ্যামাইকার স্যাবাইনা পার্কে ১০১ রানের বিশাল জয় পেয়েছে। দুই ম্যাচের সিরিজের শেষটায় বাংলাদেশ জেতায় সিরিজ ড্র হলো ১-১ ব্যবধানে।

প্রথম ইনিংসে ১৬৪ রানেই অলআউট হয়েছিল বাংলাদেশ। জবাব দিতে ১৪৬ রানেই থামে ক্যারিবিয়ানরা। ১৮ রানের লিড নিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে ২৬৮ রানের শক্ত সংগ্রহ তোলে বাংলাদেশ। তাতে উইন্ডিজের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৮৭ রানের।

ম্যাচের চতুর্থ ইনিংসে ৫ উইকেট নিয়ে উইন্ডিজকে ১৮৫ রানেই অলআউট করে দেন তাইজুল। তাতে বিশাল জয় পায় মেহেদী হাসান মিরাজের দল।

এর আগে সবশেষ ২০০৯ সালে গ্রানাডায় খর্বশক্তির ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল টাইগাররা। এবার ১৫ বছর পর এল এই জয়। এ ছাড়া দেশ-বিদেশ মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ জিতল ৬ বছর পর।