ইনস্টাগ্রামে জানানো যাবে নিজের অবস্থানের তথ্য

Media

ইনস্টাগ্রাম এ সময়ে তরুণদের কাছে বেশ জনপ্রিয়। যেখানে নিজেদের জনপ্রিয়তা ধরে রাখতে নিয়মিত বিভিন্ন সুবিধা যোগ করে থাকে মেটার মালিকানাধীন ছবি ও ভিডিওভিত্তিক এই সামাজিক যোগাযোগমাধ্যমটি। এবার এরই ধারাবাহিকতায় ব্যবহারকারীদের বন্ধু বা পরিবারের সদস্যদের কাছে অবস্থানের হালনাগাদ তথ্য জানানোর সুযোগ দিতে লাইভ লোকেশন সুবিধা চালু করেছে ইনস্টাগ্রাম।

মেটা জানিয়েছে, নতুন এ সুবিধা কাজে লাগিয়ে সর্বোচ্চ এক ঘণ্টা পর্যন্ত একটানা নিজের অবস্থানের তথ্য অন্যদের জানানো যাবে। এছাড়া ব্যবহারকারীরা চাইলে ম্যাপে সম্ভাব্য অবস্থানের তথ্য আগে থেকেই পিন করে অন্যদের জানাতে পারবেন।

এদিকে ডিরেক্ট মেসেজ অপশনের পাশাপাশি গ্রুপ চ্যাটের মাধ্যমে এক বা একাধিক ব্যক্তিকে নিজেদের হালনাগাদ অবস্থানের তথ্য জানানো যাবে। এর ফলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অনুসরণ করা সব ব্যক্তি অবস্থানের তথ্য জানতে পারবেন না। আর তাই ব্যবহারকারীদের নিরাপত্তা বিঘ্নিত হবে না।