আইফোনের বিশেষ একটি সুবিধা অ্যান্ড্রয়েডে যুক্ত করছে গুগল

Media

ফোনের দুনিয়ায় অ্যাপল ও অ্যান্ড্রয়েড প্রায় দুই মেরুতে চলে। একের অপারেটিং সিস্টেমে অন্যটি চলতে পারে না। তবে মাঝেমধ্যেই একে অপরের তৈরি বিভিন্ন সুবিধার আদলে নিজেদের অপারেটিং সিস্টেমে নতুন সুবিধা যুক্ত করে গুগল ও অ্যাপল।