আনুষ্ঠানিকভাবে গুগলের আংশিক বিভক্তির প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। এমন প্রস্তাবে পাশ হলে বিপাকেই পড়তে পারে গুগল। কেননা ক্রোম ব্রাউজারকে আলাদা প্রতিষ্ঠান হিসেবে বিক্রি করতে গুগলকে বাধ্য করার কথা বলা হয়েছে।
বিচার বিভাগ প্রস্তাব দিয়েছে, গুগল তার সার্চ ইঞ্জিন ব্যবসার মাধ্যমে যুক্তরাষ্ট্রের অ্যান্টি ট্রাস্ট আইন লঙ্ঘন করেছে। ফলে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ও বেশ কিছু অঙ্গরাজ্যের অভিযোগের পরিপ্রেক্ষিতে অ্যান্টি ট্রাস্ট আইনের মাধ্যমে এমন শাস্তির মুখোমুখি হতে পারে গুগল।
এদিকে বিচার বিভাগের প্রস্তাব অনুমোদিত হলে গুগল একই সঙ্গে বিশাল অঙ্কের জরিমানার মুখোমুখি হবে। এ ছাড়া গুগলের অনেক পণ্য ও সেবার ওপর চাপ তৈরি হবে। গুগল নতুন প্রস্তাবের বিরুদ্ধে আপিল করবে বলে জানা গেছে।
গুগল ক্রোম ব্রাউজারকে ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসেবে দীর্ঘদিন ধরেই ব্যবহার করে আসছে। আর এতে অন্য সব সার্চ ইঞ্জিন প্রতিযোগিতার মুখে পড়ে বলে অভিযোগ উঠেছে। এ অভিযোগের ভিত্তিতেই গুগলের একচেটিয়া ব্যবসা বন্ধ করতে চান আদালত।