২০২৫ সালে বড় পরিবর্তন আসছে গুগল সার্চে

Media

আগামী বছর বড় ধরনের পরিবর্তন আসছে গুগল সার্চে তথ্য অনুসন্ধান পদ্ধতিতে। এমনটিই জানালেন গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই।

পিচাই নিউইয়র্ক টাইমসের ডিলবুক সম্মেলনে বলেন, ‘আমরা এমন জটিল প্রশ্নের সমাধান করতে পারব, যা এর আগে কখনো সম্ভব হয়নি। ২০২৫ সালের শুরুতেই গুগল সার্চের নতুন সক্ষমতা দেখে সবাই চমকে যাবেন।’

এদিকে ডিলবুক সামিটে পিচাই মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলার এক মন্তব্যের প্রতিক্রিয়াও জানান। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিতে গুগলের ‘স্বয়ংক্রিয়ভাবেই বিজয়ী’ হওয়ার কথা ছিল—নাদেলার এমন বক্তব্যের জবাবে পিচাই বলেন, ‘আমি মাইক্রোসফটের মডেল আর আমাদের মডেলের তুলনা করতে চাই। মাইক্রোসফট অন্য প্রতিষ্ঠানের মডেল ব্যবহার করছে।’