পুরোনো ই-মেইল খুঁজে পাওয়া যায় যেভাবে

Media

কাজের প্রয়োজনে কখনো কখনো কয়েক বছর আগে আদান-প্রদান করা পুরোনো ই-মেইল প্রয়োজন হয়ে থাকে। তবে ই-মেইল আদান-প্রদানের সংখ্যা বেশি হলে সেই পুরোনো ই-মেইলগুলো খুঁজে পেতে বেশ ঝামেলা হয়। 
কিন্তু জিমেইলে চাইলেই বিশেষ কৌশল কাজে লাগিয়ে কয়েক বছর আগের ই-মেইল দ্রুত খুঁজে পাওয়া যায়। জিমেইলে দ্রুত পুরোনো ই-মেইল খুঁজে পাওয়ার পদ্ধতি দেখে নেওয়া যাক।
জিমেইলে পুরোনো ই-মেইল খুঁজতে প্রথমে অ্যাপে প্রবেশ করে ওপরে থাকা সার্চ বারে ক্লিক করতে হবে। এরপর সার্চ বারে ‘Older_Than:’ কমান্ড লেখার পর কাঙ্ক্ষিত বছরের সংখ্যা উল্লেখ করে শেষে y যোগ করতে হবে। 
যেমন পাঁচ বছর আগের ই-মেইল খুঁজতে হলে সার্চ বারে ‘Older_Than:5y’ লিখতে হবে। এরপর সার্চ অপশনে ক্লিক করলেই পাঁচ বছর আগে আদান-প্রদান করা পুরোনো ই-মেইলগুলো দেখা যাবে।