অস্ট্রেলিয়ায় নারী নির্যাতনের বিরুদ্ধে বিক্ষোভ

news-banner

অস্ট্রেলিয়ায় নারী নির্যাতন বন্ধের দাবিতে বিক্ষোভ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। লিঙ্গভিত্তিক সহিংসতা বন্ধের জন্য জাতীয় জরুরী অবস্থা ঘোষণার পাশাপাশি কঠোর আইন প্রণয়নের দাবি উঠেছে।

শুক্র ও শনিবার অস্ট্রেলিয়ায় এই বিক্ষোভে এডিলেডে ৩ হাজার মানুষ যোগ দিয়েছিল। এছাড়া ব্রিসবেন, মেলবোর্ন, দ্য গোল্ড কোস্ট ও নিউ ক্যাসলে মানুষ জড়ো হয়।

চলতি বছরে অস্ট্রেলিয়ায় প্রতি চার দিনে একজন নারী খুন হয়।

চলতি মাসের শুরুতে সিডনির একটি শপিং সেন্টারে দুর্বৃত্তের ছুরিকাঘাত ৫ নারীসহ ৬ জন নিহত হয়। এই ঘটনায় নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে ক্ষোভে ফেটে পড়ে অস্ট্রেলিয়ানরা।

র‌্যালিতে যোগ দেওয়া প্রতিবাদকারীরা বলেন, আমরা সরকারকে জানাতে চাই এটি একটি জরুরী বিষয়, এবং দ্রুত ব্যবস্থা নিতে হবে।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী এটিকে জাতীয় সংকট বলে আ্যখ্যায়িত করেছেন। রাজধানী ক্যানবেরাতে যুক্ত হয়ে  প্রধানমন্ত্রী এনথনি আলবানিস বলেন, সরকারের সকল পর্যায়ে ভালো করতে হবে। আমাদের কালচার, আচরণ ও প্রথা পরিবর্তন করতে হবে। আমাদের নিশ্চিত করতে হবে যে পুরুষের আচরণ পরিবর্তন করতে হবে। 

অষ্ট্রেলিয়াতে নারী নির্যাতন বন্ধে র‌্যালি নতুন নয়। এর আগে ২০২১ সালে পার্লামেন্টে নারীর প্রতি দুর্ব্যবহারের প্রতিবাদে বিক্ষোভ হয়েছিল।