ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে নৌকাডুবি ঘটনায় পাঁচ অভিবাসীর মৃত্যু হয়েছে। নৌকাটিতে ১১২ জন আশ্রয়প্রার্থী ছিলেন।
বিশ্বের অন্যতম ব্যস্ত সমুদ্রপথ পাড়ি দিতে ফ্রান্সের ক্যালাইস বন্দরের প্রায় ৩২ কিলোমিটার দক্ষিণ পশ্চিমের উইমেরুক্স থেকে নৌকায় ওঠেন আশ্রয়প্রার্থী।
উদ্ধারকারীরা ৪৯ জনকে উদ্ধার করেন। চারজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে অন্যরা নৌকায় থেকে যান এবং ব্রিটেনে তাদের যাত্রা অব্যাহত রাখেন।
স্থানীয় কর্মকর্তা জ্যাকস বিল্যান্ট মঙ্গলবার সাংবাদিকদের বলেন, আজ সকালে অতিরিক্ত অভিবাসনপ্রত্যাশী বোঝাই একটি নৌকায় দুঃখজনক ঘটনা ঘটে গেছে। পাঁচজনের মৃত্যুতে আমরা শোক প্রকাশ করছি। যারা মারা গেছেন, তাদের মধ্যে সাত বছর বয়সী এক মেয়ে শিশু, এক নারী ও তিনজন পুরুষ রয়েছেন।
তিনি বলেন, তীর থেকে কয়েকশ মিটার দূরে ইঞ্জিন বন্ধ হয়ে যায়। পরে বেশ কয়েকজন পানিতে পড়ে যান। ফ্রান্সের কোস্টগার্ড বলছে, ৫৮ জন নৌকায় ছিলেন। জীবিতদের উদ্ধারে অনুসন্ধান চলছে। বিল্যান্ট বলেন, তারা উদ্ধার হতে চাননি। তারা আবার ইঞ্জিন চালু করতে সমর্থ হন এবং ব্রিটেনের দিকে যাত্রা অব্যাহত রাখেন। চলতি বছর ছোট ছোট নৌকায় ঝুঁকি নিয়ে ছয় হাজারেরও বেশি আশ্রয়প্রার্থী ব্রিটেনে পৌঁছেছেন।