মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে নরওয়ে, আয়ারল্যান্ড ও স্পেন একযোগে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির পদক্ষেপ নিয়েছে। দেশ তিনটির নেতারা বলছে, কয়েকদিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হবে।
তবে দেশগুলোর উদ্যোগে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে ইসরায়েল। নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গহর স্টোর বুধবার (২২ মে) জানিয়েছেন, দুই রাষ্ট্র প্রতিষ্ঠা ইসরায়েলের সর্বোত্তম সমাধান।
আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস বলেন, তার দেশও ফিলিস্তিনকে একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বুধবার (২২ মে) বলেছেন, তার দেশের মন্ত্রীপরিষদ ২৮মে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে।