হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানের মৃত্যু হয়েছে। রোববার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফার কাছে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি দুর্ঘটনার শিকার হয়।
প্রায় ১৫ ঘণ্টা অনুসন্ধানের পর (সোমবার) সকাল ৭টা নাগাদ ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারের ধ্বংসাবশেষের হদিস পায় অনুসন্ধানকারীরা। এ দুর্ঘটনায় পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালেক রাহমাতি এবং প্রদেশটিতে ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আলে-হাশেম নিহত হওয়ার খবর জানিয়েছে ইরানের গণমাধ্যম।
গত রোববার আজারবাইজানের সীমান্তের কাছে দুই দেশের যৌথ উদ্যোগে নির্মিত একটি বাঁধ উদ্বোধন করতে গিয়েছিলেন ইব্রাহিম রায়িসি। সেখান থেকে দেশটির পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে ফিরছিলেন ইব্রাহিম রাইসি।
এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলি খামেনি অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মাদ মোখবারের নাম ঘোষণা করেছেন। পাশাপাশি পাঁচ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন।