সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাতকে আটক নিয়ে দিনভর ধূম্রজাল

Media

ছবি: ফাইল ছবি

সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে আটক নিয়ে দিনভর ধূম্রজাল সৃষ্টি হয়েছে। তবে তাকে আটকের বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কেউ নিশ্চিত করেনি।

বাংলাদেশের কয়েকটি গণমাধ্যম অসমর্থিত সূত্রের বরাত দিয়ে মঙ্গলবার সাবেক এ প্রতিমন্ত্রী আটক হয়েছেন বলে সংবাদ প্রচার করে।

আরাফাতকে আটকের বিষয়ে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) ফারুক হোসেন জানান, এখন পর্যন্ত কোন তথ্য তাদের কাছে নেই।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) পক্ষ থেকেও আটকের কোন খবর পাওয়া যায়নি। 

গেল ৫ই আগস্ট শেখ হাসিনার পদত্যাগের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের আত্মগোপনে চলে যান সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।