সারজিস ও হাসনাত ডিবি হেফাজতে

news-banner

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরও দুই সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এনিয়ে কোটা সংস্কার আন্দোলনে জড়িত পাঁচজন সমন্বয়ক ডিবির হেফাজতে রয়েছে। 

শনিবার মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত উপ-কমিশনার জুনায়েদ আলম সরকার নতুনআরও দুই সমন্বয়ককে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, গত কয়েকদিনে ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে জানতে এবং তাদের নিরাপত্তার জন্য সন্ধ্যায় সারজিস ও হাসনাতকে হেফাজতে নেওয়া হয়েছে।

এর আগে শুক্রবার (২৬ জুলাই) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম ও আবু বাকের মজুমদারকে ঢাকার গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় তুলে নিয়ে যায় ডিবি পুলিশ।