বৃহস্পতিবার বাংলাদেশে 'কমপ্লিট শাটডাউন' ঘোষণা

বৃহস্পতিবার বাংলাদেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে কোটা সংস্কার দাবিতে আন্দোলনের প্লাটফর্ম ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’। কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ বুধবার রাতে ফেসবুক পোস্টে নতুন এই কর্মসূচি ঘোষণা করেন।

ফেসবুক পোস্টে তিনি জানান, হাসপাতাল, গণমাধ্যম, জরুরি সেবা প্রতিষ্ঠান ব্যতীত সরকারি-বেসরকারী সকল প্রতিষ্ঠান বন্ধ রাখার আহ্বান জানাচ্ছি।