বাংলাদেশের সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলন চলাকালে মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে ছাত্রলীগ–পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে ছয়জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৬ জুলাই) দিনভর এসব সংঘাতের পর উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা, চট্টগ্রাম, রংপুর, বগুড়া ও রাজশাহীতে বিজিবি নামানো হয়েছে। সংঘর্ষে চট্টগ্রামে তিনজন, ঢাকায় দুই ও রংপুরে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতদের তিনজন শিক্ষার্থী, একজন পথচারী এবং আরেকজনের পরিচয় জানা যায়নি।
এদিকে উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয় বিবেচনা করে দেশের সব স্কুল, কলেজ, মাদরাসা ও পলিটেকনিক ইনস্টিটিউটের ক্লাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে সরকার।