২৪ ঘণ্টার আল্টিমেটাম শিক্ষার্থীদের, গ্রাফিতি ও দেয়াললিখন কর্মসূচি

news-banner

নতুন তিন দাবিতে সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এরই মধ্যে পাঁচ সমন্বয়ক ডিবি পুলিশের হেফাজতে রয়েছে।

শনিবার রাতে অনলাইনে সংবাদ সম্মেলনে তিনজন সমন্বয়ক জানান, পুলিশের ধরপাকড়ের কারণে সব সমন্বয়কদের সাথে তারা যোগাযোগ করতে না পারায় সমন্বিতভাবে কোন কর্মসূচি ঘোষণা করতে পারছেন না।

এমন প্রেক্ষাপটে রোববার সারা দেশের দেয়ালে দেয়ালে গ্রাফিতি ও দেয়াললিখন কর্মসূচির ঘোষণা দিয়েছেন অন্য তিনজন সমন্বয়ক সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ, মাহিন সরকার ও সহসমন্বয়ক রিফাত রশীদ।

সংবাদ সম্মেলনে, রোববারের মধ্যে সমন্বয়ক নাহিদ ইসলামসহ, আসিফ মাহমুদসহ আটক সকল শিক্ষার্থীদের মুক্তি, মামলা প্রত্যাহার ও শিক্ষার্থী গণহত্যার সাথে জড়িত মন্ত্রী পর্যায় থেকে কনস্টেবল পর্যন্ত সকল দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই তিন দফা না মানা হলে তা না হলে আরো কঠিন কর্মসূচি দেয়ার কথা জানান।

এছাড়া রোববার সারা দেশের দেয়াল দেয়ালে গ্রাফিতি ও দেয়াললিখন কর্মসূচি পালনের ঘোষণা দেন।