রেমিট্যান্সে ডলারের সর্বোচ্চ দাম ১২০ টাকা

Media

ছবি: সংগৃহীত

বিদেশের বিভিন্ন এক্সচেঞ্জ হাউস থেকে প্রবাসী আয়ে ব্যাংকগুলো ডলারের দাম ১২০ টাকার বেশি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) বাংলাদেশের ৪৭টি ব্যাংকের ট্রেজারি বিভাগের প্রধানেরা এক সভায় এমন সিদ্ধান্ত নেয়।

এ ধরণের সিদ্ধান্ত নেয়ার আগে বাংলাদেশের ব্যাংক ভেদে প্রবাসী আয়ে ১২০ থেকে ১২৫ টাকা পর্যন্ত ডলারের দামে কিনতো। এই দাম নির্ধারণের ফলে সর্বোচ্চ ৫ টাকা ডলারের মূল্য কমবে। এতে করে আমদানি ব্যয় কমে ইতিবাচক প্রভাব ফেলবে। অন্যদিকে আগাম ডলার বেচাকেনার জন্য কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালা অনুসরণ করে চলবে ব্যাংকগুলো।

এদিকে, আগস্টের ১-২৮ তারিখ পর্যন্ত বাংলাদেশে ২০৭ কোটি ১০ লাখ ডলারের প্রবাসী রেমিট্যান্স এসেছে। গত বছরের আগস্টের একই সময়ে ছিল ১৪৩ কোটি ১০ লাখ ডলার।