সচিবালয়ে ভয়াবহ আগুন, ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

Media

বাংলাদেশের প্রশাসনিক কেন্দ্র রাজধানী ঢাকার সেগুনবাগিচায় অবস্থিত সচিবালয়ের ৭ নম্বর ভবনে ভয়াবহ আগুন লেগেছে। স্থানীয় সময় বুধবার দিবাগত মধ্যরাত ১টা ৫২ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। কয়েক মিনিটের মাথায় আগুনের তীব্রতা বাড়ে।

পর্যায়ক্রমে ১৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ চালিয়ে যায় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এরপর ৬ ঘণ্টার বেশি সময় পর বৃহস্পতিবার সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করেছেন।

এক সংবাদ সম্মেলনে ফায়ার সার্ভিসের ডিজি ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল জানান, আগুনের সূত্রপাত নিয়ে নিশ্চিত হওয়া যায়নি।