বাংলাদেশ জামায়াত ইসলামী ও তাদের ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাজনীতি নির্বাহী আদেশে নিষিদ্ধ করেছে সরকার। বৃহস্পতিবার (১ আগস্ট) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব জাহাংগীর আলম প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সন্ত্রাসবিরোধী আইনের ২০০৯ এর ধারা ১৮(১) এ প্রদত্ত ক্ষমতাবলে, বাংলাদেশ জামায়াত ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরসহ উহার সকল অঙ্গসংগঠনকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ ঘোষণা করিল।
এর আগে ১৯৭২ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ ছিল। ১৯৮৬ সালে নির্বাচনে অংশ নেয় দলটি। ২০০১ সালে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের অন্যতম শরিক দলটি। ২০১৮ সালের ৮ ডিসেম্বর জামায়াত ইসলামীর নিবন্ধন বাতিল করে নির্বাচন কমিশন।