আবু সাঈদ হত্যায় অভিযুক্ত দুই পুলিশ সদস্য গ্রেফতার

Media

কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় অভিযুক্ত দুই পুলিশ সদস্যকে গ্রেফতার করেছে রংপুর মহানগর পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন এএসআই মো. আমীর আলী ও সুজন চন্দ্র রায়।

সোমবার (৯ সেপ্টেম্বর) রাতে রংপুরের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার মো. জাকির হোসেন গণসাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, এই দুই পুলিশ সদস্যকে পিবিআইয়ের কাছে হস্তান্তর করেছে রংপুর মহানগর পুলিশ।