চলতি বছরের মাঝামাঝিতে নির্বাচন সম্ভব: ফখরুল

Media

নির্বাচন এত বিলম্বিত হওয়ার কারণ নেই। যেহেতু নিবাচন কমিশন গঠন হয়েছে। যতই নিলম্বিত হচ্ছে ততই রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট বাড়ছে। জুলাই বা এই বছরের মাঝামাঝিতে নির্বাচন করা সম্ভব বলে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘দ্রব্যমূল্য নিয়ে শুধু সমালোচনা করলে হবে না কিভাবে মূল্য বৃদ্ধি হচ্ছে তা ইতিবাচক দিক ঠিক করে পর্যলোচনা করে ব্যবস্থা নিতে হবে। এমন ক্রিটিকাল সময়ে জাতীয় নির্বাচন বাদ দিয়ে কিভাবে স্থানীয় নির্বাচনের কথা মাথায় আসে।’

ফখরুল বলেন, ‘রাজনৈতিক সরকার দিয়ে ফাঁসি হয়েছে অতীতে। রাজনৈতিক সরকার বিচার করবে। আমরাই ফ্যাসিবাদের সব চাইতে বেশি অত্যাচারিত হয়েছি। তাড়াতাড়ি ফ্যাসিবাদের বিচার হলে তা প্রশ্নবিদ্ধ হবে,  রাজনৈতিক সরকার সবসময় বিচার করে, যেই বিচার শুরু হয়েছে তা অব্যাহত থাকবে।

‘বিএনপি জুলাই আগস্টের ঘোষণা পত্রের খসড়া পেয়েছে। এই নিয়ে বিএনপি আলোচনা করছে নিজেদের মধ্যে। নির্বাচন দ্রুত করা সম্ভব।  যারা যুগপৎ আন্দোলনে ছিলেন তারা সবাই নির্বাচন দ্রুত করতে একমত।’

তিনি বলেন, ‘ভারতের সাথে আমাদের যে চুক্তি রয়েছে তা জনসম্মুখে উপস্থাপন করা উচিত। বাংলাদেশের বিরুদ্ধে যায় এমন কোন চুক্তি বাংলাদেশ মেনে নিবে না।’