বাংলাদেশে আঘাত হানবে ঘূর্ণিঝড় রেমাল, ১০ ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা

news-banner

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি শনিবার রাতে ঘূর্ণিঝড় রেমালে পরিণত হয়েছে। শক্তি বৃদ্ধি করে উপকূলের দিকে এগিয়ে আসছে। রোববার বাংলাদেশের খেপুপাড়া এবং পশ্চিমবঙ্গের সমুদ্র তীরবর্তী অঞ্চলে আঘাত হানতে পারে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান শনিবার (২৫ মে) রাতে জানান, উপকূলের ১৩টিসহ ১৮ জেলা রেমালের আঘাতে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। রোববার (২৬ মে) ভোর থেকে ঘূর্ণিঝড় হানতে পারে। এসময় সময় বাতাসের গতিবেগ ১১০- ১২০ কিলোমিটার হবে। এমনকি গতিবেগ ১৩৫ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।
প্রতিমন্ত্রী জাানান, সন্ধ্যার মধ্যে ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রমের সম্ভাবনা। এসময় ৮ -১০ ফুট জলোচ্ছ্বাসেও সম্ভাবনা রয়েছে।
এদিকে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরে ৬ নম্বর বিপদ সংকেত দেখানো হয়েছে। মংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৭ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। বঙ্গোপসাগরে ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।