আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের ব্যাংক হিসাব স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
সোমবার (৩০ সেপ্টেম্বর) বিএফআইইউ’র একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বাফলো প্রতিদিনকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে।
নির্দেশনায় জানানো হয়, জয় ও পুতুলের ব্যক্তি ও ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে আগামী ৩০ দিনের জন্য কোনো ধরনের লেনদেন করতে পারবে না। এমনকি প্রয়োজনে লেনদেন স্থগিতের সময়সীমা বাড়ানো হতে পারে।