সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে ডোনাল্ড লু’র বৈঠক

news-banner

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু তিন দিনের ঢাকা  সফরের প্রথমদিনে বাংলাদেশের সুশীল সমাজের প্রতিনিধি কয়েকজনের সঙ্গে দেখা করেছেন। 
মঙ্গলবার (১৪ মে) বিকেলে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের গুলশানের বাসায় এ বৈঠক হয়।
এই বৈঠকে ডোনাল্ড লু’র সঙ্গে দেখা করেন ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, শ্রমিক নেত্রী কল্পনা আখতার, শ্রমিক নেতা বাবুল আখতার, জলবায়ু কর্মী সোহানুর রহমান এবং মানবাধিকার কর্মী নুর খান লিটন। এসময় কয়েকজন বিদেশি কূটনৈতিকও অংশ নেন। 
রাতে গুলশানে প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান উপদেষ্টা সালমান এফ রহমানের বাসভবনে নৈশভোজে অংশ নেবেন লু। তার সঙ্গে ছিলেন মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর চিফ অফ স্টাফ ন্যাথানিয়াল হাফট।
এর আগে বেলা সাড়ে ১১টায় শ্রীলঙ্কান এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকায় পৌঁছান মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী। গেল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর মার্কিন পররাষ্ট্র দপ্তররের উচ্চপর্যায়ের কোন কর্মকর্তার এটি প্রথম সফর।