যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। নির্বাচিত হওয়ার পর ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার প্রধান উপদেষ্টার দপ্তর থেকে পাঠানো এক চিঠিতে ড. ইউনূস বলেন, ‘স্বাধীন পৃথিবীর প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ায় আমি তাকে অভিনন্দন জানাই। আমরা যে উদ্ধারকারীর জন্য অপেক্ষা করছিলাম ট্রাম্পই হবেন সেই ব্যক্তি।’
ড. ইউনূস আরও বলেন, ‘তিনি আশা করেন ট্রাম্প মানবজাতির জন্য তিনি নতুন উদ্ভাবনী আইডিয়া নিয়ে আসবেন এবং মানবজাতিকে এমন স্থানে নিয়ে যাবেন যেখানে কেউ কখনো যায়নি। সত্যি কথা বলতে আমি ২০১৬ সাল থেকেই তার শুভাকাঙ্খী ছিলাম। প্রেসিডেন্ট ট্রাম্প ও আমার উষ্ণ সম্পর্ক থেকে আমি তাকে শুভ কামনা জানাই।
এর আগে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে বিজয় ছিনিয়ে নিয়েছেন রিপাবলিকান প্রার্থী ট্রাম্প।
ট্রাম্পের জয়ী হওয়াটা আগেই প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল। তবে সবশেষ ব্যাটলগ্রাউন্ড স্টেট উইসকনসিনে জয়ের মধ্য দিয়ে ২৭০ ইলোকটোরাল ভোটের ম্যাজিক নম্বর ছাড়িয়ে গেলেন তিনি।
এখন পর্যন্ত ট্রাম্প পেয়েছেন ২৭৭ ইলেকটোরাল ভোট। আর হ্যারিস ২২৪ ভোট পেয়েছেন।