৬ষ্ঠ বাংলাদেশি হিসেবে এভারেস্ট চূড়ায় বাবর আলী

news-banner

প্রায় ১১ বছর পর পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গে উড়েছে বাংলাদেশের লাল-সবুজ পতাকা। রোববার (১৯ মে) নেপালের সময় সকাল সাড়ে আটটায় চট্টগ্রামের বাবর আলী এভারেস্টের চূড়ায় পৌঁছান। ৬ষ্ঠ বাংলাদেশি হিসেবে তিনি এভারেস্ট জয়ের কৃতিত্ব অর্জন করলেন।

বাবরের সংগঠন ভার্টিক্যাল ড্রিমার্স সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাবর আলী ক্যাম্প ৪–এ নামার পথে রয়েছে। তার সাথে এখন যোগাযোগ সম্ভব নয়। এই অভিযানের ছবির জন্য সময় লাগবে।

এর আগে মুসা ইব্রাহীম ২০১০ সালে ২৩ মে প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করেছিলেন। এরপর এরপর ২০১১ ও ২০১২ সালে দুবার এম এ মুহিত, ২০১২ সালে নিশাত মজুমদার, ২০১২ সালের ওয়াসফিয়া নাজরীন এভারেস্ট জয় করেন।

২০১৩ সালের ২০ মে পঞ্চম বাংলাদেশি হিসেবে এভারেস্ট চূড়ায় উঠেন সজল খালেদ। তবে এভারেস্ট চূড়া থেকে ফেরার পথে মারা যান তিনি।