সোমালিয়ার জলদস্যুর কবল থেকে মুক্তির এক মাস পর অবশেষে স্বজনদের কাছে ফিরলেন এমভি আব্দুল্লাহর ২৩ নাবিক। মঙ্গলবার (১৪ মে) বিকেল পৌনে ৪টায় নাবিকদের বহনকারী জাহাজ এমভি জাহান মণি কুতুবদিয়ায় থেকে চট্টগ্রাম বন্দরের জেটিতে পৌঁছায়।
২৩ নাবিককে রবণ করে নেয় বন্দর কর্তৃপক্ষ। এসময় নাবিকদের আত্মীয় স্বজনের উপস্থিতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। উচ্ছ্বসিত স্বজনদের কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন নাবিকরা।
বরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী, চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল ও সচিব ওমর ফারুক। এছাড়া জাহাজটির মালিক কেএসআরএম গ্রুপের পরিচালক, সিইও এবং বন্দরের ঊধ্বর্তন কর্মকর্তারা।
সোমবার (১৩ মে) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে এমভি আবদুল্লাহ কুতুবদিয়ায় নোঙর ফেলে। একইদিন এমভি জাহান মণি-৩ নামে একটি লাইটারেজ জাহাজে এমভি আব্দুল্লাহর পরিচালনার দায়িত্ব নিতে ২৩ নাবিকের নতুন একটি দল চট্টগ্রাম থেকে কুতুবদিয়া পৌঁছে। একই জাহাজের ফিরতি ট্রিপে চট্টগ্রাম বন্দরে আসেন মুক্তি পাওয়া নাবিকরা।