২৩ নাবিক নিয়ে কুতুবদিয়ায় পৌঁছাল এমভি আবদুল্লাহ

news-banner

সোমালি উপকূলে জিম্মি দশা থেকে মুক্তির পর অবশেষে ২৩ নাবিক নিয়ে কুতুবদিয়ায় নোঙর করেছে বাংলাদেশী পণ্যবাহী জাহাজ এমভি আবদুল্লাহ। জাহাজের পরিচালনার দায়িত্ব বুঝে নিতে ২৩ নাবিকের নতুন একটি দল চট্টগ্রাম থেকে কুতুবদিয়া গেছে। আর মঙ্গলবার বিকেলে জাহাজে থাকা ২৩ নাবিক চট্টগ্রাম ফিরবেন।
সোমবার (১৩ মে) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে এমভি আবদুল্লাহ কুতুবদিয়ায় নোঙর ফেলে।
জাহাজটির মালিকপক্ষ কেএসআরএমের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, মঙ্গলবার (১৪ মে) বিকেল ৪টায় ২৩ নাবিক লাইটার জাহাজের করে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) আসবেন। এনসিটিতে তাদের জন্য সংক্ষিপ্ত এক অনুষ্ঠান করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।