ঘূর্ণিঝড় রিমাল: বাংলাদেশে ১০ জনের মৃত্যু

news-banner

প্রবল ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ১০ জনের মৃত্যু এবং ৩৫ হাজার ঘরবাড়ি পুরো বিধ্বস্ত হয়েছে। ঘূর্ণিঝড় পরবর্তী সার্বিক পরিস্থিতি নিয়ে সোমবার (২৭ মে) বিকেলে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান এ তথ্য জানান।

উপকূলবর্তী ১৯টি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান বলেন ঘূর্ণিঝড়ের তাণ্ডবে উপকূলবর্তী ১৯ জেলায় ৩৭ লাখ ৫৮ হাজারে অধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। চট্টগ্রামে, খুলনা, সাতক্ষীরা, বরিশাল, পটুয়াখালী ও ভোলায় মোট ১০ জনের মৃত্যু হয়েছে।

ক্ষতিগ্রস্ত জেলাগুলো হলো  খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, ভোলা, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, লক্ষীপুর, চাঁদপুর, নড়াইল, শরীয়তপুর, গোপালগঞ্জ।

দুর্গত এলাকার লোকজনের চিকিৎসা এবং ত্রাণ তৎপরতা নিয়ে মহিববুর রহমান জানান, এক হাজার ৪৭১টি মেডিকেল টিম গঠন করে দেয়া হয়েছে। ইতিমধ্যে এক হাজার ৪০০টি কাজ শুরু করেছে। এছাড়া ক্ষতিগ্রস্তদের জন্য ছয় কোটি ৮৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।