সাবেক আইজিপি বেনজীরের সম্পত্তি জব্দের নির্দেশ

news-banner

সাবেক আইজিপি বেনজীর আহমেদের সম্পত্তি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার (২৩ মে) ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত এ আদেশ দেন।

দুদকের পক্ষ থেকে ৮৩টি দলিল আদালতে উপস্থাপন করা হয়। এসব নথির ভিত্তিতে আদালত এই সম্পত্তি জব্দের আদেশ দেয়। অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন।

দুদকের আবেদনে বলা হয়, সাবেক আইজিপি বেনজীর আহমেদের সম্পত্তি ক্রোক ও ফ্রিজ না করলে তা হস্তান্তর হতে পারে। তাতে পরবর্তী সময়ে রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত সম্ভব হবে না।

প্রসঙ্গত, সম্প্রতি গত ৩১ মার্চ দৈনিক কালের কণ্ঠে পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিপুল পরিমাণ অবৈধ সম্পদ নিয়ে একটি সংবাদ প্রকাশিত হলে আলোচনায় আসেন তিনি।