বাংলাদেশ উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় রিমাল

news-banner

বাংলাদেশের উপকূলে আঘাত হেনেছে প্রবল ঘূর্ণিঝড় রিমাল। রোববার সন্ধ্যা ৬টার পর বাংলাদেশের উপকূল অতিক্রম শুরু করে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা জানিয়েছেন, রাত ৯-১০টা নাগাদ ঘূর্ণিঝড়ের প্রধান অংশ বাংলাদেশের উপকূল পুরোপুরি অতিক্রম করতে পারে। রিমালের প্রভাবে তীব্র বাতাস, জলোচ্ছ্বাস, ঝড়ো হাওয়া সঙ্গে ভারী ও অতিভারী বৃষ্টি এবং বন্যা পরিস্থিতির সৃষ্টি সম্ভাবনা রয়েছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের সবশেষ বিশেষ বিজ্ঞপ্তিতে, পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ১০ (দশ) নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ ১০ (দশ) নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে।

কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ০৯ (নয়) নম্বর মহাবিপদ সংকেত (পুন:) ০৯ (নয়) নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার নদী বন্দরসমূহকে ০৪ (চার) নম্বর নৌ-মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।