ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো

Media

ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িটি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। স্থানীয় সময় বুধবার প্রথমে ভাঙচুর তারপর বাড়িটিতে আগুন দেওয়া হয়।

বুধবার রাত পৌনে ৯টার দিকে বাড়িটিতে আগুন দেওয়া হয়। রাত ১২টার পরেও সেখানে আগুন জ্বলতে দেখা যায়।

রাত ৮টার দিকে ‘মার্চ টু ধানমন্ডি ৩২’ কর্মসূচি ঘোষণা করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা নানা স্লোগান দিতে দিতে ধানমন্ডি ৩২ নম্বরে জড়ো হয়। সেখানে সমবেত হয়ে ভাঙচুরের এক পর্যায়ে আগুন ধরিয়ে দেওয়া হয় শেখ মুজিবুর রহমানের বাড়িতে।

১০টা ৫৫ মিনিটে বুলডোজার নিয়ে আসা হয় এবং ১১টা ১০ মিনিটে বাড়িটি গুঁড়িয়ে দেওয়ার কাজ শুরু হয় এবং রাত ১১টা ৩৫ মিনিটে নিয়ে আসা হয় একটি এক্সক্যাভেটর।

এর আগে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ভার্চ্যুয়াল অনুষ্ঠানে যুক্ত হয়ে অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ দেওয়ার ঘোষণার প্রতিবাদেই ছাত্র-জনতা ৩২ নম্বরের বাড়িতে জড়ো হওয়ার সিদ্ধান্ত নেয়।