পদত্যাগ করেছেন যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির সংসদ সদস্য (এমপি) এবং দেশটির নগর ও দুর্নীতিবিরোধী মন্ত্রী টিউলিপ সিদ্দিক। মঙ্গলবার দুর্নীতির অভিযোগ ওঠায় চাপের মুখে পদত্যাগ করলেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি ও শেখ রেহানার এ মেয়ে।
নিজের ভ্যারিফায়েড এক্স অ্যাকাউন্টে দেওয়া পোস্টে পদত্যাগের তথ্য নিশ্চিত করেছেন টিউলিপ। পোস্টে পদত্যাগপত্রও যুক্ত করেছেন তিনি।
এর আগে, মন্ত্রী হিসেবে টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের অর্থবাজারের অভ্যন্তরীণ দুর্নীতি সামাল দেওয়ার যে দায়িত্ব পালন করছেন, তা থেকে তাকে সরে দাঁড়ানোর আহ্বান জানায় দুর্নীতিবিরোধী দাতব্য সংস্থার জোট ইউকে অ্যান্টি-করাপশন কোয়ালিশন।
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দ্বিতীয় দুর্নীতির তদন্তে নাম এসেছে। বাংলাদেশে তার খালার প্রাক্তন শাসনামলে পরিবারের জন্য জমি অধিগ্রহণের অভিযোগে তার বিরুদ্ধে এ তদন্ত করা হচ্ছে।