সোমালি উপকূলে জিম্মি ২৩ নাবিকসহ ছিনতাইকৃত বাংলাদেশী পণ্যবাহী জাহাজ এমভি আবদুল্লাহ জলদস্যুর কবল থেকে মুক্তি পেল।
জাহাজের মালিক কেএসআরএম কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহান রাহাত মুক্তির খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
৫০ লাখ ডলার মুক্তিপণ দিয়ে এ জিম্মিদশার অবসান হয়েছে বলে জলদস্যু সূত্রে জানা গেছে।
এর আগে গত ১২ মার্চ কয়লা নিয়ে মোজাম্বিক থেকে সংযুক্ত আরব দুবাইয়ের দিকে যাওয়ার সময় ভারত মহাসাগরে সোমালি জলদস্যুরা কেএসআরএম গ্রুপের মালিকানাধীন বাংলাদেশী পতাকাবাহী জাহাজটি জিম্মি করে।