শান্তিতে নোবেল পেল পারমাণবিক বোমার বিরুদ্ধে লড়াই করা জাপানি প্রতিষ্ঠান

Media

এ বছর শান্তিতে নোবেল পেয়েছে জাপানে পারমাণবিক বোমা হামলার ধ্বংসযজ্ঞ থেকে বেঁচে যাওয়া ব্যক্তিদের সংগঠন নিহন হিদানকায়ো। সংগঠনটি পারমাণবিক অস্ত্রের বিরুদ্ধে বিশ্বব্যাপী জনমত গড়ে তোলার কাজ করে। শুক্রবার নরওয়ের রাজধানী অসলোর নোবেল ইনস্টিটিউট থেকে এবারের শান্তিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হয়।

১৯৪৫ সালে যুক্তরাষ্ট্র জাপানের হিরোশিমা ও নাগাসাকি শহরে পারমাণবিক বোমা হামলা চালায়। যেখানে নোবেল কমিটি বলেছে, সে হামলায় বেঁচে যাওয়া ব্যক্তিদের সংগঠন নিহন হিদানকায়ো বিশ্বকে পারমাণবিক অস্ত্রমুক্ত করার যে অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছে, এবারের শান্তির নোবেল তারই স্বীকৃতি।

হিরোশিমা ও নাগাসাকিতে হামলার এক দশক পর নিহন হিদানকায়ো পারমাণবিক অস্ত্রের ভয়াবহতা তুলে ধরার এ কাজ শুরু করে। ১৯৫৬ সালে প্রতিষ্ঠিত এ সংগঠন ভয়াবহ সেই পারমাণবিক হামলার নির্মমতা, ভোগান্তি ও দুর্বিষহ অভিজ্ঞতা যেন মানুষ জানতে পারে, এ লক্ষ্যে হামলার শিকার ব্যক্তি ও প্রত্যক্ষদর্শীদের বিশ্বের বিভিন্ন প্রান্তে পাঠিয়েছে।