বিশ হাজার বাংলাদেশির ভিসা আবেদন বাতিল করেছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। ইতিমধ্যে তাদের পাসপোর্ট ফেরত দেওয়া হয়েছে। দ্য প্রিন্টের এক প্রতিবেদন এমন খবর বলা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমটিতে বলা হয়, বাংলাদেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি ও দূতাবাসের মেইলে আসা হুমকির প্রেক্ষিতে তারা এমন সিদ্ধান্ত নিয়েছেন।
এর আগেই অবশ্য ভারতের ভিসা আবেদন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছিল ভারতীয় হাই কমিশন। এবার সেখানে আবেদনকৃত পাসপোর্ট ফেরত দেওয়া হয়েছে।
এ নিয়ে ভারতীয় সরকারের এক সূত্র জানিয়েছে, শুধুমাত্র শ’খানেক জরুরি আবেদন বিবেচনা করা হয়েছে। তাদের মেডিক্যাল ও স্টুডেন্ট ভিসা ছিল।