সিরিয়া ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট আসাদ

Media

সিরিয়ার ছেড়ে পালিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। ব্যক্তিগত উড়োজাহাজে করে তিনি রাজধানী দামেস্ক থেকে চলে যান। বার্তা সংস্থা রয়টার্সের কাছে রবিবার এমনটাই জানিয়েছেন দেশটির সেনাবাহিনীর দুই জ্যেষ্ঠ কর্মকর্তা। যদিও অফিসিয়ালি এমন কোনো ঘোষণা এখনও আসেনি।

অবশ্য দামেস্ক ছাড়লেও আসাদ কোথায় গেছেন, সেটা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে এর মধ্য দিয়ে আসাদ পরিবারের ৫৩ বছরের শাসনের পরিসমাপ্তি হলো।

বাশার আল -আসাদ বাবা হাফেজ আল-আসাদের কাছ থেকে উত্তরাধিকারসূত্রে ক্ষমতা পেয়েছিলেন। যেখানে হাফেজ আল-আসাদ ১৯৭১ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত সিরিয়া শাসন করেছিলেন। এরপর তিনি মৃত্যুবরণ করেন।

এরপর ২০০০ সালের জুন মাসে তার মৃত্যুর পর পুত্র বাশার আল-আসাদ ক্ষমতা গ্রহণ করেন। এরপর একই বছরের জুলাইয়ে বাশার আল-আসাদ বাথ পার্টির নেতা হিসেবে প্রেসিডেন্ট হন। সেই সঙ্গে সামরিক বাহিনীর কমান্ডারও হন তিনি।