যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে বর্ষবরণ আয়োজন

Media

বিশ্বের বিভিন্ন দেশে উৎসাহ–উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে নতুন বর্ষবরণ। যেখানে এবার বিশ্বের বড় শহরগুলোর মধ্যে টাইম জোনের হিসাবে বর্ষবরণ শুরু হয়েছে নিউজিল্যান্ডের অকল্যান্ড থেকে। শহরটির স্কাই টাওয়ারে আতশবাজি জ্বালিয়ে বরণ করে নেওয়া হয় ২০২৫ সালকে।
বরাবরের মতো এবারও যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে টাইম স্কয়ারে উদযাপিত হয় বর্ষবরণ। বল ড্রপ ঐতিহ্যে বরণ করা হয় নতুন বছর।
অস্ট্রেলিয়ার সিডনি শহরের অপেরা হাউস এলাকায় নানা রঙের আলোকচ্ছটায় উজ্জ্বল হলো রাতের আকাশ। নিচে পানিতে তার চোখজুড়ানো প্রতিচ্ছবি। চারপাশে মানুষের উল্লাস।
নতুন বছরকে বরণ করে নেওয়া হয়েছে চীন, হংকং, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ফিলিপাইনেও।