বল প্রয়োগ করে হলেও গ্রিনল্যান্ড দখল চান ট্রাম্প

Media

যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিতে চান। তবে তিনি শুধু দখল বা নিয়ন্ত্রণ নিতে চাওয়ার মধ্যেই থেমে থাকেননি, সামরিক বল প্রয়োগের ইঙ্গিতও দিয়েছেন।

ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডে ট্রাম্পের বলপ্রয়োগের হুমকির পর গতকাল বুধবার গ্রিনল্যান্ডের নেতা কোপেনহেগেনে ডেনিশ রাজের সঙ্গে বৈঠকে বসেছেন। যেখানে যুক্তরাষ্ট্রের গত নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে জয়ী হওয়ার পর দ্বিতীয় বারের মতো গ্রিনল্যান্ড দ্বীপের নিয়ন্ত্রণ নেওয়ার কথা জানিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন ট্রাম্প।

আগামী ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে ট্রাম্পের। মঙ্গলবার ট্রাম্প বলেন, গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অংশ বানানোর জন্য তিনি ডেনমার্কের বিরুদ্ধে সামরিক শক্তি কিংবা অর্থনৈতিক পদক্ষেপের সম্ভাবনা উড়িয়ে দেবেন না।

একই দিনে ডেনমার্কের স্বায়ত্তশাসিত এই অঞ্চল ভ্রমণে গেছেন ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র।