অর্থনীতিতে নোবেল পেয়েছেন তিন গবেষক ড্যারন অ্যাসেমোগ্লু, সাইমন জনসন ও জেমস এ. রবিনসন। সোমবার বিকেলে দ্য রয়াল সুইডিশ একাডেমি অব ইকোনমিক সায়েন্স তাদের নাম ঘোষণা করে। তাদের গবেষণার বিষয় ছিল কোনো প্রতিষ্ঠান কীভাবে দেশের সমৃদ্ধিতে গুরুত্ব রাখে ও তার উন্নতি সাধন করে।
এই তিন অর্থনীতিবিদ পুরস্কারের অর্থমূল্য হিসেবে এক কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনার ভাগ করে নেবেন।তুরস্কের বংশোদ্ভূত ড্যারন আসেমোগলু যুক্তরাষ্ট্রের এমআইটি বিশ্ববিদ্যালয়ে যুক্ত রয়েছেন। একই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ব্রিটিশ নাগরিক সাইমন জনসনও। আর আর মার্কিন গবেষক জেমস এ রবিনসন যুক্ত রয়েছেন শিকাগো বিশ্ববিদ্যালয়ে।
অর্থনীতিতে নোবেল পুরস্কারের আনুষ্ঠানিক নাম ‘সেভেরিজেস রিক্সব্যাংক প্রাইজ’, যার অর্থায়ন করে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক।